ইন্টারনেট সংযোগের সমস্যা? ফলো করুন এই কয়টি টিপস

Device Internet Problem

ইন্টারনেট সংযোগের সমস্যা? ফলো করুন এই কয়টি টিপস

ইন্টারনেট সংযোগের সমস্যা হলে প্রায় সময় ইন্টারনেট সার্ভিস Provider জানায় প্রতিকূল আবহাওয়া, বৈদ্যুতিক লাইনের সমস্যা কিংবা Pick Hour.
কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, সমস্যা আপনার ডিভাইসে নয় তো?

No Internet Connection

কিছু টিপস জেনে নিলেই এই ঝামেলা আপনার পিছু ছাড়বে।

সমস্যা:- রাউটারে সংযোগে সমস্যা
কারন:-
১. রাউটারে বিশেষ সমস্যা
২. ইন্তারনেট এর জন্য সঠিক ক্যাবল না ব্যাবহার
সমাধান:-
১. রাউটার পুনরায় চালানো
২. নিশ্চিত হোন যে, সংযোগ করার সময় সঠিক সিগন্যাল লাইট / Indicator দেখাচ্ছে কিনা।

সমস্যা:- ইন্টারনেট কানেকশন স্লো
কারন:-
১.পোর্ট সমস্যা হতে পারে
২.নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করা হয়নি
৩. Windows Up to Date না রাখা
সমাধান:-
১.কোনও পোর্ট সমস্যা হলে, তা ঠিক করা জরুরি।
২.নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করুন
৩.নিয়মিত Windows Update করতে হবে

সমস্যা:- মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ আছে, কিন্তু ল্যাপটপ/ডেস্কটপে নেই।
কারন:-
১. ল্যাপটপ/ডেস্কটপে ওয়াইফাই সক্রিয় নেই
২. ডিভাইসের ওয়াইফাই কার্ড সমস্যা
সমাধান:-
১. আপনার ল্যাপটপ/ডেস্কটপে ওয়াইফাই সক্রিয় করুন। সঠিক নেটওয়ার্ক এ সংযুক্ত করুন
২. ওয়াইফাই কার্ডের সমস্যা যাচাই করতে, ডিভাইসের ওয়াইফাই কার্ড চেক করুন এবং প্রয়োজনে আপডেট করুন হয়।

সমস্যা:- কানেশন আছে তবে নেট কাজ করছে না (WIFI এর ক্ষেত্রে)
কারন:- Internet Server / Main Line সংযুক্ত নেই
সমাধান:-
১.Router Restart করে দেখুন
২.Router এর settings অপশনে গিয়ে Optimize Network এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন

সমস্যা:- Laptop/Computer এ Connection আছে, Downloading Speed ভালো, তবুও নেট Buffer করছে?
কারন:- Background এ কোন apps চলছে যেটা Network Access করছে।
সমাধান:-
Laptop/Computer এর Task Manager খুলে অপ্রয়োজনীয় Apps গুলোকে বন্ধ করে দেওয়া

1000FiX এর সাথে থাকুন চিন্তামুক্ত। এছাড়াও Router এর যেকোনো সমস্যার জন্য 1000FiX তো আপনার সাথেই আছে।

Leave a Reply