1000FiX Services Ltd. এলিফ্যান্ট রোড এ নতুন শাখার শুভ উদ্বোধন।
রাজধানীর এলিফ্যান্ট রোড এ চালু হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর সেবা প্রতিষ্ঠান 1000FiX Services Ltd. এর নতুন শাখা।
৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে নতুন এই সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
ফিতা কেটে সেন্টারটি উদ্বোধনকালে তিনি বলেন, “এলিফ্যান্ট রোড বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পন্য ব্যবসায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি স্থান। এখানকার কম্পিউটার পন্যের ক্রেতা এবং বিক্রেতাদের আরো ভালোভাবে সেবা নিশ্চিত করার জন্যই আমরা এই সার্ভিস সেন্টারটি উদ্বোধন করলাম। আশা করি, এলিফ্যান্ট রোড এবং এর আশে পাশের এলাকার ক্রেতাগন এখন আগের চেয়ে দ্রুত সময়ে বিক্রয় পরবর্তী সেবা পাবেন।”
এসময় উপস্থিত ছিলেন 1000FiX Services Ltd. এর চীফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চীফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল।
আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং এলিফ্যান্ট রোড অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ।
1000FiX Services Ltd. এর নতুন এই শাখাটির ঠিকানা হচ্ছে:
৯২, সানরাইজ ভবন, ১ম তলা, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
বিস্তারিত:
কম্পিউটার জগতে প্রকাশিত পি আর।
কম্পিউটার বিচিত্রায় প্রকাশিত পি আর।
bbarta24.net এ প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।
ডিজিটাল বাংলা টেক এ প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।
ডিজিটাল সময়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।
বাংলা রিপোর্টে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।
BD24Live.com এ প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।
#1000FixServices #ComputerService #ElephantRoad
Leave a Reply
You must be logged in to post a comment.