SSD ব্যবহারের সুবিধা সমূহ জেনে নিন

benefits of ssd

SSD ব্যবহারের সুবিধা সমূহ জেনে নিন

Solid State Drives (SSDs) হলো স্টোরেজ পার্ট যা তথ্য সঞ্চয় করার জন্য স্পিনিং ডিস্কের পরিবর্তে মেমরি চিপ ব্যবহার করে। এধরনের স্টোরেজ ডিভাইস সাধারণত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়। যার ফলে ডিভাইসগুলো আরও নির্ভরযোগ্য এবং প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর তুলনায় কম শক্তি ব্যবহার করে।


প্রচালিত হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর তুলনায় Solid State Drives (SSDs) ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে:

গতি:
Solid State Drives (SSDs) তুলনামূলকভাবে হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর তুলনায় অনেক দ্রুত সঞ্চিত ডেটা অ্যাক্সেস করতে পারে, যা তাদের সিস্টেমে ব্যবহারের জন্য আদর্শ করে তোলে যেখানে দ্রুত ডেটা অ্যাক্সেস গুরুত্বপূর্ণ, যেমন গেমিং সিস্টেম, উচ্চ পারফরমান্স, মাল্টি টাস্কিং যেসকল ইউজার করে থাকেন।
নির্ভরযোগ্যতা:
Solid State Drives (SSDs) তুলনামূলকভাবে হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর চেয়ে বেশী নির্ভরযোগ্য। কারণ এর অন্য কোন পার্ট নেই। যার ফলে এর mechanical failure হওয়ার সুযোগ কম।

শক্তি ব্যবহার:
Solid State Drives (SSDs) স্বাভাবিকভাবেই হার্ড ডিস্ক ড্রাইভ (HDDs) এর চেয়ে কম শক্তি খরচ করে থাকে। যেখানে ল্যাপটপ বা এধরনের পোর্টেবল কম্পিউটার ডিভাইসগুলোর ক্ষেত্রে শক্তি বাঁচানোর একটি প্রচেষ্টা সবাই করে থাকেন। SSDs এর ব্যবহার সহজেই ব্যাটারী লাইফ বাাঁচতে পারে।

স্থায়িত্ব:
Solid State Drives (SSDs) গুলোর স্থায়িত্ব HDD এর চেয়ে বেশি টেকসই। কারন বাহ্যিক যে কোন কিছু দ্বারা SDD তুলনামূলক ভাবে কম প্রভাবিত হয়। HDD মূলত Rapidly Spinning ডিস্কে তথ্য জমা করে । যদি ড্রাইভ কোন ভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে।
অন্যদিকে SSDs তথ্য জমা রাখে Flash-memory চিপসে, যার আলাদা কোন পার্ট নেই। ফলশ্রুতিতে SSDs নষ্ট হওয়ার সুযোগ কম।

নি:শব্দ:
SSDs গুলো কোন শব্দ করে না কারণ এর আলাদা কোন পার্ট নেই যা আলাদা করা যায়। HDD তে spinning disks and moving head রয়েছে যা তথ্য জমা করার সময় শব্দ করে থাকে।

ছোট আকার:
SSDs তুলনামূলকভাবে আকারে অনেক ছোট , হালকা এবং জায়গা কম দখল করে। যে কারনে স্টোরেজ পার্ট হিসেবে কম্পিউটার এবং ইলেক্ট্রিক ডিভাইসগুলোতে SSDs এর ব্যবহার প্রাধান্য পেয়ে থাকে।


কম তাপ উৎপাদন:
SSDs এইচ ডি ডি এর তুলনায় কম তাপ উৎপন্ন করে, যা ব্যাটারী লাইফ বাঁচায় এবং কম্পিউটার ডিভাইসের লাইফ টাইম এবং কর্মক্ষমতা স্বাভাবিক রাখতে সহায়ত করে।


এখন প্রশ্ন হতে পারে কোন ব্র‌্যান্ডের SSD আপনি কিনবেন?
অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে। একটি ভালো ব্র‌্যান্ডের পার্টস ব্যবহার সব সময়ই ভালো সিদ্ধান্ত।

Products You May Like?

Comments (2)

  • masudurrahaman

    Thanks for sharing.
    কোন ধরনের ডিভাইসে কি ধরনের SSD ব্যবহার হয় সে বিষয়ে তথ্য থাকলে ভালো হতো।

    January 9, 2023 at 4:58 am
    • admin

      মন্তব্য করার জন্য ধন্যবাদ।
      এ বিষয়ে অতিশীঘ্রই একটা ব্লগ পাবেন।

      January 9, 2023 at 5:26 am

Leave a Reply


You've just added this product to the cart: