ল্যাপটপটি হবে সুপার ফাস্ট, যদি কয়েকটি টিপস অনুসরণ করেন
বর্তমান সময়ে ল্যাপটপ/ ডেস্কটপ কম্পিউটার আমাদের কাজের সময় বা অবসর সময়; উভয় সময়ের সঙ্গী হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু ল্যাপটপের কিছু যত্ন না নেয়ার কারনে বা কিছু বিষয়ের প্রতি নজর না দেয়ার কারনে আমরা ল্যাপটপের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারছিনা। অন্যদিকে ক্রমাগত ল্যাপটপের লাইফটাইম কমে যাচ্ছে।
কয়েকটি টিপস অনুসরন করলে সহজেই ল্যাপটপের সর্বোচ্চ পারফর্মেন্স এর পাশাপাশি লাইফটাইম বাড়ানোর সুবিধা সহজেই পেতে পারি।
অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে কিছু টিপস শেয়ার করা হলো:
✅অপ্রয়োজনীয় ফাইল, প্রোগ্রাম রিমুভ করা।
✅OS, Software সমূহ আপডেট রাখা।
✅Start up Program এর সংখ্যা কমানো।
✅OS চালু হওয়ার জন্য অবশ্যই SSD রাখা।
✅ব্যাটারী সেভিং এ পাওয়ার সেভার ব্যবহার করা।
✅Bloatware প্রোগ্রামগুলো রিমুভ করে দেয়া।
✅কীবোর্ড, স্ক্রিন এবং কুলিং ভেন্ট নিয়মিত পরিস্কার করা।
✅কাজের ধরণ অনুযায়ী RAM আপগ্রেড করা।
✅Antivirus আপডেট রাখা।
✅কুলিং প্যাড ব্যবহার করা।
✅যথাসম্ভব ধুলোবালি থেকে নিরাপদে রাখা।
এগুলো ছাড়াও কাজের ধরন এবং ল্যাপটপের ধরণ অনুযায়ী বিশেষ ব্যবস্থা দরকার হতে পারে।
যদি এ টিপসগুলো অনুসরন করেও আপনার ল্যাপটপ / কম্পিউটার থেকে ভালো পারফর্মেন্স না পান তাহলে 1000FiX.com এর অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিতে পারেন।
এজন্য ভিজিট করুন: https://1000fix.com
কল করুন: 16743
Leave a Reply
You must be logged in to post a comment.