হঠাৎ ল্যাপটপে ডিসপ্লে আসেনা! এখন কি করবেন ?

no-display-laptop-tips

হঠাৎ ল্যাপটপে ডিসপ্লে আসেনা! এখন কি করবেন ?

ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত ডিভাইস সমূহের মধ্যে অন্যতম। ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। সমস্যাগুলো সমাধানের জন্য কিছু Basic বিষয় জানা থাকলে আমরা নিজেরাই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি।

ল্যাপটপের সমস্যাগুলোর মধ্যে রয়েছে – হঠাৎ ডিসপ্লে না আসা।

ডিসপ্লে না আসলে প্রাথমিক ভাবে আমরা কয়েকধাপে কয়েকটি বিষয় চেক করতে পারি। যেমন –
১। ভালোভাবে চার্জার কানেক্ট করে পাওয়ার আছে কিনা দেখতে হবে অথবা পাওয়ার লাইট জ্বলে কিনা ?
২। কী বোর্ড এর ক্যাপ্স লক জ্বলে কি না ?
৩। চার্জার ভালোভাবে লাগাবো অথবা চার্জার লাইট জ্বলে কিনা ?
৪। ব্যাটারি খুলে আবার ভালোভাবে লাগিয়ে একবার পাওয়ার সুইচ চাপ দিয়ে কিছু সময় নিয়ে দেখুন।
৫। সম্ভব হলে রাম খুলে রাবার দিয়ে মুছে আবার ভালো করে সাবধানে Slot সাথে মিলিয়ে সেট করুন।
৬। আলাদা গ্রাফিক্স কার্ড থাকলে এটাও একই ভাবে স্লট থেকে খুলে হালকা ভাবে ব্রাশ বা রাবার দিয়ে মুছে আবার লাগিয়ে দেখতে পারি।
৭। ডিসপ্লে ইউনিট বারবার উপরে উঠানো / নামানো যায়।
৮। লাইট দিয়ে ডিসপ্লে চেক করে দেখা যায় , ডাটা অথবা কোন লেখা দেখা যাচ্ছে কি না ?
৯। উপরোক্ত বিষয়ে কার্যকর না হলে হার্ডওয়্যার প্রবলেম হতে পারে ভেবে নিব।
১০। হার্ডওয়্যার এর বিষয় ভালো অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ কারো সাহায্য নিন । অন্যথায় পার্ট ব্যতিক্রমভাবে সেট করা হলে পার্ট / মাদারবোর্ড ক্ষতিগ্রস্থ হতে পারে।

এরপরও যদি সমস্যা থেকে যায় তাহলে 1000FiX Services Ltd. এর নিকটস্থ সার্ভিস সেন্টারে আপনার ডিভাইসটি নিয়ে আসুন। আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম সর্বোচ্চ মানের সেবা দিতে সদা প্রস্তুত রয়েছেন।

Service You May Like

Share this post

Leave a Reply


has been added to your cart.
Checkout