মাইক্রোসফটের চমক! AI এবং নতুন ফিচার সমৃদ্ধ Windows 12

মাইক্রোসফটের চমক! AI এবং নতুন ফিচার সমৃদ্ধ Windows 12

মাইক্রোসফ্ট কি উইন্ডোজ ১২ নিয়া আসবে ?


সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, মাইক্রোসফ্ট বর্তমানে উইন্ডোজ ১২ (Windows 12) নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। উইন্ডোজের পরবর্তী ভার্সনটি ইউজারদের জন্য ২০২৪ সালে মার্কেটে আসতে পারে। সেই সাথে রিপোর্টে আরও বলা হয়েছে এবার থেকে প্রতি তিন বছর পর পর উইন্ডোজের একটি করে নতুন ভার্সন রোল আউট করার পরিকল্পনা করছে। তবে ডেভেলপাররা এই আসন্ন নতুন ভার্সনটিকে ‘নেক্সট ভ্যালি’ নামক কোড নাম দিয়েছে। কিন্তু সত্যি সত্যিই বর্তমানে এই ভার্সনটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কি না কিংবা ২০২৪ সালে প্রকৃতপক্ষেই এটি রোলআউট হবে কি না, সে সম্পর্কে সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন নিয়ে আসার জন্য জোরকদমে কাজ করছে। প্রাথমিকভাবে যার কোড নাম দেয়া হয়েছে ‘Hudson Valley (হাডসন ভ্যালি)’। যা উইন্ডোজ ১২ নামে বাজারে পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী, Windows 12 অপারেটিং সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হচ্ছে। নতুন এ আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হবে।


বাজারে কবে আসছে উইন্ডোজ ১২
?

গত বছরই Microsoft (মাইক্রোসফ্ট)-এর নেক্সট জেনারেশন উইন্ডোজ সফ্টওয়্যার অর্থাৎ Windows 11 (উইন্ডোজ ১১) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল। ২০১৫ সালের জুলাই মাসে Windows 10 (উইন্ডোজ ১০) লঞ্চ করার ছয় বছর বাদে ইউজারদের জন্য এই নতুন ভার্সন নিয়ে হাজির হয় সংস্থাটি। একগুচ্ছ নতুন ফিচার এবং চোখধাঁধানো ডিজাইন সম্বলিত Windows 11 এখনও পর্যন্ত সমস্ত ব্যবহারকারীদের কাছে উপলব্ধ হয়নি, ফলে বর্তমানে এর প্রতীক্ষায় রয়েছেন বহু কম্পিউটার ইউজার। তবে এর মাঝেই সংস্থার নতুন সফ্টওয়্যার ভার্সন অর্থাৎ Windows 12 (উইন্ডোজ ১২) রোলআউট হওয়ার খবর সামনে এল। এইবিষয়ে মাইক্রোসফট এখনও কিছু না জানালেও গ্লোবাল টেকনোলজি কনফারেন্সে ইনটেল সিএফও জানান, ‘২০২৪ ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি সময় হবে। মাইক্রোসফট নিয়মিত আপডেট দিচ্ছে। আর আপডেটের এই বহর থেকে আন্দাজ করা যায় শীঘ্রই তারা নতুন উইন্ডোজের সংস্করণ নিয়ে আসতে চলেছে।

Windows 12: কী ফিচার থাকতে পারে?

Windows 12 ব্যবহারকারীরা একাধিক নতুন ফিচারের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। জল্পনা চলছে,অপারেটিং সিস্টেমে একটি নতুন ইউজ়ার ইন্টারফেস দেওয়া হবে যাতে ফ্লোটিং টাস্কবার এবং মেইন সার্চ বার থাকবে। যে হারে ChatGPT-র রমরমা বাড়ছে, তা থেকে পরিষ্কার যে উইন্ডোজ় 12-এ AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করা হবে এবং তার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক জরুরি কাজ করে নিতে পারবেন। মনে করা হচ্ছে, এই নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গেই আবার অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হবে এবং APK ফাইলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন বলে আশা করা যায়।

Leave a Reply