Computer Slow হয়ে যাওয়ার কারণ ও এর সমাধান
admin2023-01-08T08:44:12+00:00Computer Slow হয়ে যাওয়া একটা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। ল্যাপটপ / ডেস্কটপ স্লো হলে আমরা যে ধরনের সমস্যা দেখতে পাই।

– ল্যাপটপ স্লো হলে ওপেন ও বন্ধ হতে অনেক সময় নেয়।
– এপ্লিকেশন লোড হতে অনেক সময় নেয়।
– ইউজারদের কোন কাজ করার সময় ক্লিক করলে বন্ধ হয়ে যায় বা হ্যাং হয়ে যায়।
-রিস্টার্ট নিলেও অনেক সময় নেয়।
-ব্রাউজার / বিভিন্ন এপ্লিকেশন হঠাৎ করে রেসপন্স করে না। অথবা লোডিং হতে থাকে।
কিছু কারনে পিসি স্লো ডাউন হতে পারে।
-হার্ড ডিস্কে ফ্রেগমেন্টেড ডাটা।
-ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন চালু হয়ে থাকা।
-চিপসেট, বায়োস, ডকিং এর ড্রাইভার আউট।
-মেয়াদউত্তীর্ণ বা করাপ্টেড উইন্ডোজ।
-কম্পিউটার কনফিগারেশন চলমান অ্যাপগুলোর চাহিদা মিটাতে না পারা।
-অপর্যাপ্ত র্যাম।
-হার্ড ডিস্কে সমস্যা থাকলে।
-মেলওয়্যার আক্রান্ত হলে।
বেসিক কিছু বিষয় জানা থাকলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি।
যেমন-
১) নিয়মিত %temp% ফাইল clear করা
২) Disk Defragmentation করা
৩) Disk Clean-up ব্যবহার করা
৪) অপ্রয়োজনীয় সফটওয়ার সমূহ রিমুভ করে দেয়া।
৫) কাজ শেষ হয়ে যাওয়ার পর সফটওয়্যার প্রসেস অনেক সময় থেকে যায়। Task Manager থেকে End Task করে দেয়া।
৬) উইন্ডোজ নিয়মিত আপডেট রাখা।
৭) ব্রাউজারে অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ রাখা
৮) পিসির কনফিগারেশনের সাথে সামঞ্জস্য রেখে Ram / SSD বৃদ্ধি করা।
৯) এন্টিভাইরাস আপডেট রাখা। আশা করা যায়,
আপনার পিসি আগের থেকে ভালো পারফর্ম করবে।
এরপর ও যদি পিসির ভালো পারফর্ম না করে তাহলে আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আসুন। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারগণ চেক করে উপযুক্ত সমাধান দিবেন।
Service You May Need.
-
HotAdd to cartQuick View
-
HotAdd to cartQuick View
-
HotAdd to cartQuick View
-
Add to cartQuick ViewCCTV Camera Repair Service, Repair Service
CC Camera & Security Surveillance Service
0 out of 5 -
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
Add to cartQuick View
-
HotAdd to cartQuick View
-
Select optionsQuick View
-
Select optionsQuick ViewPrinter Repair Service, Repair Service
Printer/Photocopier Service/Plotter Service
0 out of 5 -
Add to cartQuick View
-
HotAdd to cartQuick View
Leave a Reply
You must be logged in to post a comment.