ল্যাপটপের ব্যাটারী পাওয়ার বাঁচানোর সহজ টিপস্

Battery-health-life

ল্যাপটপের ব্যাটারী পাওয়ার বাঁচানোর সহজ টিপস্

ল্যাপটপের ব্যাটারীর ব্যাকআপ বেশী আমরা সবাই আশাকরি। কিন্তু প্রত্যেক পার্টসের একটা সীমাবদ্ধতা রয়েছে। আর ব্যাটারী ও একটা সময় সীমা পর্যন্ত সার্ভিস দেয় এবং নির্দিষ্ট সময় (কয়েক ঘন্টা) পর শেষ হয়ে যায়।

কিন্তু এই সময়টাকে আরেকটু আমরা বাড়িয়ে নিতে পারি যদি কিছু টিপস্ অনুসরন করি। নিম্নে কয়েকটি সহজ টিপস্ দেয়া আছে যা যে কেউ প্রয়োগ করতে পারবেন।

১) Control Panel এর Power Opitons এ Balanced(recommended) সিলেক্ট করুন।

২) Display Setting এ ‍Screen Brightness কমিয়ে রাখুন।

৩) Keyboard এর Backlight বন্ধ করে রাখুন।

৪) ল্যাপটপের Fan  এবং Air Vent গুলোর ধুলোবালি পরিস্কার রাখুন।

৫) যে USB গুলো ব্যবহার শেষ তা ল্যাপটপ থেকে খুলে রাখুন।

৬) অপ্রয়োজনীয় অ্যাপ, সফটওয়্যার, ব্রাউজার ট্যাব বন্ধ করে রাখুন। 

৭) Windows এর Battery Sever অপশনটি ON করুন।

৮) Wifi / Bluetooth ব্যবহার না হলে Off করে রাখুন।

৯) ‍অল্প / বেশী দূরত্ব হোক, ভ্রমনের পূর্বে ল্যাপটপ Off করে ব্যাগে রাখুন।

বিষয়টি আরেকটু স্পষ্ট হওয়ার জন্য ভিডিওটি দেখুন:

Leave a Reply