Blue screen of Death-BSOD

Blue-Screen-of-Death-Solution

Blue screen of Death-BSOD

কম্পিউটার ইউজার’রা তাদের নিত্যদিনে বিভিন্নরকম সমস্যা face করতে পারে। কম্পিউটারে এরকমই একটি problem হচ্ছে “Blue Screen of Death”। এই প্রব্লেমের কারনে user এর অনেক ক্ষতির সম্মুখিন হয়, উল্লেখযোগ্য একটি কারন হল, সমস্ত unsaved  কাজ নষ্ট হয়ে যাওয়া।

এই ব্লগটি মুলত তাদের জন্য যারা এই সমস্যার সমাধান খুজছেন।

“Blue Screen of Death” কেন হয়?

“Blue Screen of Death” সাধারণত হয় কোন হার্ডওয়্যার পার্টস যদি Lose ভাবে Installed করা থাকে। অথবা যদি কোন Corrupted সফটওয়্যার Install করা থাকে। 
Blue Screen, ডিভাইসের CPU অতিরিক্ত গরম হওয়ার ফলেও হতে পারে, বিশেষ করে যদি আপনি অন্যান্য সমস্যার সম্মুখীন হন, যেমন Noisy কম্পিউটার-ফ্যান বা টাস্ক ম্যানেজারে 100% ডিস্ক ব্যবহার দেখাচ্ছে ইত্যাদি।

“Blue Screen of Death” প্রব্লেম হলে Monitor এ দেখবেন Blue screen হয়ে একটি message এসেছে।

Blue Screen of Death হলে এমন স্ক্রীন দেখায়।

Blue Screen of Death Solution?

“BSOD” নিঃসন্দেহে একটি খুব বিরক্তিকর problem. কিন্তু এটির solution আছে। বিস্তারিত জানতে ব্লগটি সম্পূর্ণ পড়ুন।

BSOD র সমাধান করতে নিচের স্টেপ গুলো follow করা যায়। যেমনঃ

  1. পাওয়ার বাটন দিয়ে শার্ট ডাউন করে দেওয়া,
  2. সব USB device disconnect করে দেয়া,
  3. কম্পিউটার safe mode এ বুট করা,
  4. Recently যেসব অ্যাপস ইন্সটল করা হয়েছে তা uninstall করে ফেল্‌
  5. Driver update দেওয়া,
  6. Virus Scan করা,
  7. SFC(SYSTEM FILE CHECKER) scan করা,
  8. কম্পিউটার এর RAM check করা, যাতে RAM ঠিক ভাবে স্লটে আছে কিনা,
  9. কম্পিউটার restart দিন। (এরপরেও যদি BSOD রয়ে যায় তবে)
  10. Windows পুনরায় ইন্সটল করতে হবে, (সর্ব শেষ সমাধান)

Blue Screen of Death সমস্যা প্রতিরোধ করার সর্বোত্তম উপায় হল একটি automatic অপ্টিমাইজেশান টুল যা আপনার সিস্টেমকে noise করা থেকে বিরত রাখবে।

মনে রাখতে হবে যে ত্রুটিহীন electric device হয় না। তাই আমাদের উচিত সব সবসময় এগুলির যত্ন নেয়া।

আপনার ডিভাইসের যে কোন ধরনের সমস্যার সঠিক নির্ভরযোগ্য সমাধান পেতে 1000FiX Service Center এ visit করুন।

Leave a Reply