Laptop এ Power আসছে না?এর সাধারন কারন ও সমাধান জানতে ব্লগটি পড়ুন।
পাওয়ার সাপ্লাই চেক করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন:
এই পদক্ষেপটি basic মনে হতে পারে তবে নিশ্চিত হন যে, আপনি ল্যাপটপে ভুল পাওয়ার সাপ্লাই প্লাগইন করেননি।
অনেক ল্যাপটপ AC Adapter গুলো দেখতে একই রকম। যদি Adapterটি আপনার ল্যাপটপের জন্য সঠিক ভোল্টেজ এবং অ্যাম্পেরেজ দিতে না পারে তবে এটি কাজ করবে না। তাহলে তা একটি কারন হতে পারে যে আপনার ল্যাপটপ এ কানেকশন আসছে না।
Laptop Docking Stations থেকে বিচ্ছিন্ন করুন এবং পাওয়ার অ্যাডাপ্টারটি সরাসরি ল্যাপটপে প্লাগ করুন:
অনেক সময় কাজের সুবিধার জন্য আমরা Docking Stations ব্যাবহার করে থাকি। আপনি যখন আপনার ল্যাপটপ চালু করার চেষ্টা করছেন তখন ডকিং স্টেশনে ত্রুটিপূর্ণ পাওয়ার পোর্ট বা পাওয়ার সাপ্লাই সমস্যা সৃষ্টি করতে পারে। যদি ডকিং স্টেশন এর মাধ্যমে ল্যাপটপ চালু করা সম্ভব না হয় তাহলে ডিরেক্ট connection এর মাধ্যমে ল্যাপটপ start দিন। ত্রুটিপূর্ণ Docking Stations ব্যাবহার না করা আপনার ল্যাপটপে জন্য ভালো।
যেকোনো Bootable মিডিয়া ড্রাইভ মুছে ফেলুন:
আপনি যদি কখনো কোনো USB ডিভাইস বা DVD থেকে আপনার কম্পিউটার বুট করে থাকেন এবং সেটি Eject করতে ভুলে যান, তাহলে এটি সমস্যা সৃষ্টি করতে পারে।
নতুন ইনস্টল করা Component গুলো রি-ইনস্টল করুন:
আপনি কি সম্প্রতি নতুন RAM কার্ড বা একটি Hard Drive ইনস্টল করেছেন? যদি আপনার ল্যাপটপ start নেয়া বন্ধ করে দেয়, তাহলে সম্ভবনা থাকে যে নতুন হার্ডওয়্যারটি ত্রুটিপূর্ণ। এক্ষেত্রে পুরনো component গুলো রি-ইনস্টল করুন।
উপরোক্ত সমাধান গুলোর পরেও যদি ল্যাপটপে সমস্যা থাকে তাহলে উপযুক্ত পদক্ষেপ হবে ল্যাপটপটি সার্ভিস সেন্টারে নিয়ে আসা।
1000FiX Service Ltd. আপনাকে দিচ্ছে সকল প্রকারের Laptop Servicing সুবিধা। অনলাইনে Laptop সার্ভিস অর্ডার করতে ক্লিক করুনঃ 1000FiX Laptop Service
Leave a Reply
You must be logged in to post a comment.