Gigabyte Motherboard এর সাথে Ram ব্যবহার বিষয়ে সতর্কতা

gigabyte-motherboard-ram-thumb

Gigabyte Motherboard এর সাথে Ram ব্যবহার বিষয়ে সতর্কতা

প্রত্যেকটি Motherboard এর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এর Configuration ও স্বতন্ত্র। এবং Motherboard এর সাথে

ব্যবহার করতে হয় এমন সব পার্টসের ক্ষেত্রে ও রয়েছে কিছু নির্দিষ্ট Requirement.

উদাহরন স্বরুপ:

GA-H61M-S

GA-H61M-DS2

এই দুটি মডেলের মাদারবোর্ডের কথা উল্লেখযোগ্য।

গিগাবাইট ওয়েব সাইটের তথ্য অনুযায়ী এই দুটি মাদারবোর্ডের ক্ষেত্রে  Ram এর Required Bus Speed হলো:

 DDR3 1333/1066/800 MHz

এক্ষেত্রে কেউ যদি 1333 MHz এর চেয়ে বেশী MHz এর Ram ব্যবহার করে তাহলে সাময়িকভাবে মাদারবোর্ড সচল থাকতে পারে কিন্তু কিছুদিন পরই মাদারবোর্ডের ক্যাপসিটার পুড়ে যেতে পারে।

যেহেতু 1333 MHz এর Ram সরবরাহ মার্কেটে তুলনামূলকভাবে একটু কম তাই অনেকে ভুল করে 1600 MHz এর Ram ব্যবহার করে থাকেন।

যার ফলে পুরো মাদারবোর্ডই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

কিন্তু উল্লেখিত মাদারবোর্ড গুলোর ক্ষেত্রে DDR3 1333/1066/800 MHz এর Ram ই ব্যবহার করতে হবে। অন্য কোন MHz এর Ram ব্যবহার করলে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হবে।

তাই মাদারবোর্ড সার্ভিস করার সময় অথবা গিগাবাইট মাদারবোর্ড দিয়ে ক্লোন পিসি তৈরী করার সময় গিগাবাইটের ওয়েব

সাইটে বিস্তারিত Specification দেখে নিলে উদ্ভুত পরিস্থিতি থেকে নিরাপদ থাকা সহজ হবে।

এছাড়াও যদি মাদারবোর্ড সার্ভিস বিষয়ে কোন পরামর্শ বা সার্ভিস প্রয়োজন হয়, তাহলে ভিজিট করুন:

https://1000fix.com অথবা আমাদের কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

সরাসরি গিগাবাইট সার্ভিস ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে: 01777734261

Leave a Reply