ইন্টারনেট Connection সমস্যা?

Internet connection problem?

ইন্টারনেট Connection সমস্যা?

আজকাল প্রায় সবার বাড়ীতে Router আছে । মাঝেমাঝে Internet Connected থাকা সত্তেও ল্যাপটপ এ ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। এর জন্য নিচের কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে।

আপনার রাউটার, মডেম, ডিভাইসটি Restart দিন

যখন ইন্টারনেট সিগন্যালের সমস্যা দেখা দেয় তখন আপনার মডেম এবং রাউটার রিস্টার্ট করা আপনার প্রথম কাজ হওয়া উচিত। এই পদক্ষেপটি এড়িয়ে যাবেন না!
আপনার ডিভাইস গুলো পুনরায় চালু করতে, পাওয়ার cableটি 60 সেকেন্ডের জন্য আনপ্লাগ করুন এবং এটিকে আবার প্লাগ করুন৷ ডিভাইস গুলো পুনরায় বুট হতে কয়েক মিনিট সময় লাগবে৷ আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেটি পুনরায় চালু করাও একটি ভাল পদক্ষেপ।

Cable and Wire চেক করুন

বারবার চাপের কারণে তার এবং তারগুলি প্রায়ই আলগা হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। Cable গুলোর সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় হল সেগুলিকে কিছু সময় পর পর পাল্টান।
এছাড়াও বিভিন্ন কারনে cable damaged হতে পারে। যদি কোন পোষা প্রানি থাকে তবে তারা Cable Easily Damaged করতে পারে। এজন্য প্রয়োজনীয়। 

Check Your ISP’s Status

আপনি যদি অনলাইনে কোনো ডিভাইস না পান, তাহলে আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর (ISP) কোনো সমস্যা হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত। যদিও এটি rare case, তারপরেও সেটি check করা উচিত।এইসব পদক্ষেপ নিয়ে দেখতে পারেন ইন্টারনেট এর সমস্যা সমাধান হতে পারে। 

যদি আপনি উপরোক্ত সমাধান গুলো প্রয়োগের পরেও সমস্যার সম্মুখিন হয়ে থাকেন, তাহলে আপনার রাউটারটি আপনার নিকটস্থ 1000FiX Service Center এ নিয়ে আসুন।

Leave a Reply