Laptop চার্জ দেওয়ার সঠিক নিয়ম
আমরা বেশিরভাগ সময়-ই electronic ডিভাইস charge দেয়ার সময় অনেক কিছুই খেয়াল করি না যা আমাদের Device টির life-time আরও কমিয়ে দেয়। ল্যাপটপ আমাদের আধুনিক জীবনে অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে। কাজ, বিনোদন এবং যোগাযোগের জন্য আমাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তাই ল্যাপটপের কার্যকর ব্যবহার নিশ্চিতের জন্য এর ব্যাটারিকে সঠিকভাবে চার্জ করা এবং বজায় রাখা যায় অতীব জরুরী। Charge দেয়ার সময় কি কি করা উচিত তা জানতে এই ব্লগটি পড়তে পারেন।
Air Ventilation ব্যবস্থা রাখুনঃ
ল্যাপটপ charge এর সময় খেয়াল রাখবেন যাতে ল্যাপটপে যথেষ্ট পরিমান বায়ু চলাচল করতে পারে। অতিরিক্ত heat একটি ল্যাপটপ এর জন্য খুবই খারাপ। এতে circuit এর ব্যাপক ক্ষতি হতে পারে।
সঠিকভাবে charge-cycle maintain করুনঃ
সঠিক charging-cycle maintain করা খুবই জরুরি। লক্ষ্য রাখতে হবে যাতে ল্যাপটপ এর charge ৪০% থেকে ৮০% এর মধ্যে থাকে। আমরা বর্তমানে lithium battery ব্যবহার করি। এই battery সবচেয়ে ভাল performance দেয় এই সাইকেল এর ভিতরে। তাই এটি maintain করা খুবই জরুরি।
সফটওয়্যার আপডেট রাখুনঃ
একটি ল্যাপটপ যদি পুরান software এর উপর চলতে থাকে তাহলে এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হল battery-drain ইস্যু। পুরান সফটওয়্যার এই সমস্যা প্রায়ই হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত heating problem ও হতে পারে।
ফ্লাট সারফেসে রেখে চার্জ দিন:
বালিশ বা ফ্রিজ এর উপর রেখে কখনই charge দেয়া উচিত হবে না। কারন বালিশ এর উপর বায়ু বেশি চলাচল করতে পারে না এতে over-heating এর risk থাকে। ফ্রিজের উপর ও charge দেয়া উচিত না এই কারনে যে ফ্রিজের surface অনেক গরম থাকে, এবং এই heat ল্যাপটপ এ transfer হয়ে যায়।
Charge দিয়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
বর্তমানে যে lithium ব্যাটারি ব্যবহার করা হয় সেটাতে কখন ১০০% charge অথবা ০% charge অবস্থায় রাখা উচিত না। এটাতে ব্যাটারির ব্যাপক খতির সম্ভাবনা থাকে। তাই charge দিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত নয়। আবার এতে ব্যাটারি blast এর risk থাকে ।
উপরের পদ্ধতিগুলো মেনে চললে battery life যথেষ্ট healthy থাকবে, একই সাথে অনেক দিন service ও দিবে।
Leave a Reply
You must be logged in to post a comment.