হার্ড ডিস্ক Corruption এবং এর থেকে নিরাপদ থাকার উপায়

Hard Disk Corruption

হার্ড ডিস্ক Corruption এবং এর থেকে নিরাপদ থাকার উপায়

একটি কম্পিউটারের অতি গুরুত্বপূর্ণ hardware হচ্ছে হার্ড ডিস্ক। যদি কোন কারনে corrupted হয়ে যায় তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন কারনে হার্ড ডিস্ক corrupt হতে পারে। নিচে হার্ড ডিস্ক এর কমন কিছু সমস্যা এবং এর থেকে নিরাপদ থাকার উপায় দেয়া হলঃ

Hard Disk Corruption
Hard Disk Corruption

Firmware এবং Manufacturing এর সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
১.ভোল্টেজ এর স্বল্পতা
২.Manufacturing এর সময় সমস্যা
৩.Firmware update এর সময় ব্যাঘাত
করনীয়ঃ
১.নিকটস্থ সার্ভিস সেন্টার এ যোগাযোগ করুন অথবা 1000FiX Service Center এ ভিজিট করুন।

পাওয়ার কানেশন জনিত এর সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
১.অনিরভরযগ্য UPS ব্যাবহার অথবা power supply ব্যাবহার
করনীয়ঃ
১.ভাল মানের UPS ব্যাবহার
২.কম্পিউটার অব্যাবরিত অবস্থায় থকালে বন্ধ করে দেয়া

Overheating এর সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
`১.`ত্রুটিপূর্ণ CPU ফ্যান ব্যাবহার অথবা
২.ত্রুটিপূর্ণ বায়ু চলাচলের ব্যাবস্থা
করনীয়ঃ
১.CPU ঠান্ডা রাখার ব্যাবস্থা করতে হবে
২.Thermal paste ব্যাবহার করতে হবে

Mechanical ত্রুটি এর সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
১.ম্যালওয়্যার attack
২.Moving parts এর ক্ষতি
করনীয়ঃ
১.Anti-virus আপডেট দেয়া
২.কম্পিউটার নিয়মিত আপডেট দেয়া

ত্রুটিপূর্ণ File এর কারনে ভিভাইস অচল সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
১.ক্ষতিকারক app ব্যাবহার
২.হঠাত করে application বন্ধ করে দেয়া
করনীয়ঃ
১.সকল program বন্ধ করে তারপর কম্পিউটার shut down করা
২.Unauthorized কোন application ব্যাবহার না করা

ব্যাবহারকারীর অসতর্ক ব্যাবহারের ফলে সমস্যা ও করনীয়ঃ
কারনঃ
১.ক্র্যাক OS ব্যাবহার
২.Registry settings এ ভুল modify করা
ভুলক্রমে কোন ফাইল delete করে দেয়া
করনীয়ঃ
১.Data recovery সফটওয়্যার দিয়ে data recovery করতে পারেন।

আমাদের Authorized Service Center 1000FiX এ, হার্ড ডিস্ক এর যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সমাধান এবং সার্ভিস প্রদান করা হয়।
সার্ভিস পেতে কল করুন: 16743
অথবা ওয়েব সাইটে সার্ভিস অর্ডার করুন এবং ভিজিট করুন আমাদের যে কোন শাখায়।

Leave a Reply