ব্যাটারির বয়স হবে ৪’শ বছর!
এক বিস্ময়কর আবিষ্কার করলেন গবেষণাগারে এক শিক্ষার্থী। আবিষ্কার করা হলো ল্যাপটপে ব্যবহারের জন্য এমন এক ব্যাটারি যা ৪’শ বছর পর্যন্ত টিকে থাকতে সক্ষম হবে বলে জানা যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিনে (ইউসিআই) ঘটনাক্রমে হওয়া একটি অভিনব আবিষ্কারই। আর এই আবিষ্কারটি করেন ডক্টরেট ডিগ্রির শিক্ষার্থী মায়া লে থাই। গবেষণাগারে অনেকটা খেলাচ্ছলেই এই...