কিভাবে নিজের মোবাইলের যত্ন নিবেন?

mobile care

কিভাবে নিজের মোবাইলের যত্ন নিবেন?

এখনকার দিনে smartphone অনেক ব্যয়বহুল। তাই আপনার ডিভাইসের যত্ন নেওয়া উচিত। খুবই সহজ কিছু tips and tricks মেনে চললেই আপনার ফোনটির life-time বারান সম্ভব। সেইগুলিই এখানে আলোচনা করা হলঃ

Smartphone

১। মোবাইলের সফটওয়্যার নিয়মিত Update করতে হবে:

আপনার ডিভাইসটিকে সর্বোত্তমভাবে বজায় রাখার জন্য সফ্টওয়্যার আপডেটগুলি গুরুত্বপূর্ণ৷ কম্পানিগুল প্রায়শই আপডেটগুলি release করে যার মধ্যে সফ্টওয়্যার বাগ ফিক্সিংএবং update গুলি অন্তর্ভুক্ত থাকে যা আপনার ডিভাইসটিকে smooth রাখতে সহায়তা করে।

২। Case ব্যবহার করুন:

আপনার হাত থেকে যদি ফোন বার বার পরে যায় তবে সবচেয়ে ভাল উপায় হচ্ছে একটি কেস ব্যবহার করা। ক্ষতির বিরুদ্ধে আপনার ফোনকে সুরক্ষিত রাখার জন্য একটি কেস অপরিহার্য এবং ব্যবহার করা সহজ।

৩। Battery র যত্ন নিন:

ব্যাটারি একটি ফোনের একটি প্রায়ই neglected অংশ, কিন্তু battery একটি ফোনের অপরিহার্য অংশ। ব্যাটারিগুলিই আপনাকে আপনার ফোন ব্যবহার করতে দেয়, তাই আপনি যদি সেগুলির যত্ন না নেন তবে এটি সময়ের সাথে সাথে আপনার ফোনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারি টি ভাল থাকে। একটি ব্যাটারির charge সাধারণত ২০%-৮০ রাখলে ভাল হয়। এবং চেষ্টা করতে হবে যাতে দিনে একবারের বেশি charge দেয়া না লাগে।

৪। ডিভাইসটি পরিষ্কার রাখুন:

একটি নোংরা ডিভাইস আপনার ডিভাইসের কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে। আপনার ডিভাইসের আয়ু বাড়ানোর জন্য নিয়মিত deviceটি পরিষ্কার করুন এবং এটিকে ময়লা, ধুলাবালি থেকে দূরে রাখুন।

৫। উচ্চ অথবা নিম্ন তাপমাত্রা থেকে দূরে রাখুন:

Cell ফোনগুলি নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করার জন্য তৈরি করা হয়, তবে অতি তাপমাত্রা আপনার স্মার্টফোনকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। এটিকে খুব বেশি সময় ধরে ঠান্ডায় রেখে দিলে বা খুব বেশি সময় ধরে প্রচণ্ড তাপের সংস্পর্শে থাকলে এর internal parts এর মারাত্মক ক্ষতি হতে পারে।

৬। অপ্রয়োজনীয় এপস ডাউনলোড করা থেকে বিরত থাকুনঃ

অপ্রয়োজনীয় এপস প্রথমেই আপনার ফোনের মেমোরিতে স্পেস নষ্ট করে এবং ফোনের র্যামেও স্পেস নষ্ট করে। এটা আপনার ফোনকে স্লো করে ফেলতে পারে। আর কিছু কিছু আন-অফিসিয়াল এপের কারনে আপনার ফোন ভাইরাস কিংবা হ্যাকিং এর শিকার পর্যন্ত হতে পারে।

এজন্য উচিত শুধু মাত্র অফিসিয়াল এবং খুবই প্রয়োজনীয় এপগুলোই ফোনে রাখুন, অপ্রয়োজনীয় সব এপস আজই ডিলিট করে ফেলুন ফোন থেকে। আপনি নিজেই বুঝতে পারবেন, যে আপনার ফোনে একটা চেঞ্জ আসছে এবং এটা আগে থেকে বেটার স্পীড দিচ্ছে।

৭। স্মার্টফোনে যথেষ্ট পরিমান স্পেস খালি রাখুনঃ

মোবাইল ফোনের মেমোরি এবং এস ডী কার্ড দুই জায়গাতেই আপনার উচিত হবে পর্যাপ্ত পরিমাণে স্পেস খালি রাখা। স্পেস খালি রাখলে স্টোরেজ খুব দ্রুত ডাটা রিড এবং রাইট করতে পারে, যার ফলে আপনার ইউজিং এক্সপেরিয়েন্স হবে কয়েকগুণ বেটার।

৮। স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার রাখুনঃ

স্মার্টফোনের চার্জিং পোর্ট খুবই সেনসিটিভ একটা পার্ট। আপনার সব সময় উচিত এটা যত্নে রাখা এবং এটাকে পরিষ্কার রাখা। না হলে এটা খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ফোনের চার্জিং পোর্ট নষ্ট হলে সেটা ফিক্স করা অনেক জটিল কাজ।

৯। নিয়মিত আপনার ফোনটি রিস্টার্ট করুনঃ

আমরা অনেকেই ফোনকে মাসের পর মাস অকারণে অন-অফ করে চালু করে রাখি। এটা মোটে ও ভালো ব্যাপার নাহ। ফোনটিকে নিয়মিত রিস্টার্ট দেওয়া উচিত। প্রতিদিন না হলেও ২-৩ দিন পর পর অথবা সপ্তাহে অন্তত একবার হলেও ফোন রিস্টার্ট দেওয়া জরুরি। এতে করে ফোনটি ভালো থাকে।

১০। আপনার ফোনটি যত্ন সহকারে নাড়াচাড়া করুনঃ

আপনার ফোনটিকে যথেষ্ট যত্ন ও সতর্কতার সাথে ব্যাবহার করতে হবে। কারন এটা যথেষ্ট নাজুক জিনিস। আপনি চাইলেই এটাকে যেখানে-সেখানে ছুড়ে ফেলে রাখতে পারবেন নাহ। অনেকেই আছে, যারা ফোন সোফায় বা বেডে ছুড়ে ফেলেন, এটা খুবই বাজে অভ্যাস যা পরিহার করা উচিত কারন আপনি এভাবে ফোন রাখলে আপনার ফোনের ভিতরকার পার্টসে সমস্যা দেখা দিতে পারে, যদি সেটা বেশী জোরে কোথাও গিয়ে পরে। আবার ওয়াশরুমেও ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।

১১। মোবাইলের তথ্য সংরক্ষিত রাখুনঃ

আপনার ফোনের তথ্য নিজের কাছে সংরক্ষিত করে রাখুন , যেমন এর মধ্যে ফোনের মডেল ও পিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ । সেইসাথে ফোনের সিরিয়াল নাম্বার ও আইএমইআই নাম্বারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে ফোন ট্রাক করে খুজে বের করা সম্ভব ।

১২। মোবাইল চুরি হলে করনীয়ঃ

মোবাইল চুরি হলে সাথে সাথেই আপনার নেটওয়ার্ক প্রোভাইডারকে বিস্তারিত জানিয়ে ফোনটি লক করে দিন । তাহলে সিম চেঞ্জ করার পরও কেউ ফোনটি ব্যাবহার করতে পারবে না ।

ইলেক্ট্রনিক্স ডিভাইস ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ছোট ছোটো পদক্ষেপ আপনার মোবাইল কে যথেষ্ট দীর্ঘস্থায়ী করতে পারে।

Leave a Reply